
সংবাদ প্রকাশে ভয় পাচ্ছে গণমাধ্যম: জি এম কাদের
- জাতীয়
স্বাধীনভাবে গণমাধ্যমকর্মীরা কাজ করতে গিয়ে যেকোনো সময়ের চেয়ে এখন বেশি চাপের মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা বা সরকার অখুশি হবে, এমন সংবাদ প্রকাশে ভয় পাচ্ছে গণমাধ্যম।

বৃহ:বার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জি এম কাদের এসব কথা বলেন। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমে এই বিবৃতি পাঠিয়েছেন।
জি এম কাদের রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) ২০২৪ সালের প্রতিবেদনের তথ্য উল্লেখ করে বলেন , এই রিপোর্ট বলছে, সাংবাদিকদের জন্য বিশ্বে সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তৃতীয় । তিনি বলেন, গত কয়েক মাসে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় অসংখ্য কর্মী চাকরি হারিয়েছেন এবং চাকরি হারানোর আতঙ্কে আছেন। গণমাধ্যমগুলো ভয়ার্ত পরিবেশে নিজেরাই সেলফ সেন্সরশিপ (স্ব–আরোপিত নিয়ন্ত্রণ) চালু করেছে।
গণতন্ত্রের সুফল সুশাসন প্রতিষ্ঠার জন্য সবার আগে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। পাশাপাশি তিনি সাংবাদিকদের নিরাপত্তা এবং অযথা হয়রানি বন্ধ ও চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিও জানিয়েছেন।
আরো পড়ুন : জামায়াতের কাছ থেকে মুনাফেকি উপহার পেয়েছে বিএনপি : রিজভী